মেঘলা আকাশ মেঘলা বনে আয় ছুটে যাই
আজি বৃষ্টির সুরে হাড়িয়ে যাবো দুজনে
কোলাহল মুক্ত মেটো গায়ের বাতাসের গন্ধে,
.
বৃষ্টির অপরুপ দৃশ্য মন উজার করে বৃষ্টি
মাখিয়া উঠানে নাচিবো দুজনে সুখের তালে
মাতিয়ে তুলিবো বৃষ্টি ভেজা অপরুপ সন্ধে।
.
রাখাল ছেলের বাশিঁর তালে ঝুমুড় ঝুমুর
শব্দে তোর মন রাঙিয়ে দিবো আজ সারাবেলা
ঝড়ের আওয়াজে মোর মন হয়েছে উতলা,
.
বহুদিন পর মোর কচি মন ডিঙিয়ে উঠিয়া
হাকিয়েছে তোর পানে ওগো আজ আমি নিজে
নাচিয়া নাচাবো তোরে বৃষ্টিক্লান্তসারাবেলা।।
0 Comments
Thanks for your comment.