সেরা আঁশ কেন পাট?

 

পাট ছাড়াও বিভিন্ন গাছ থেকে আঁশ পাওয়া যায়। তাহলে পাট কেন সেরা?

প্রথমে বলি তুলা গাছ থেকে যে সুতা হয় তার জন্য ছয় মাস অপেক্ষা করতে হয়।  চাষাবাদের দিক দিয়েও খরচ বেশি। শুধু মাত্র গাছের ফল হিসেবে যে অংশ থাকে তা থেকে তুলা হয়।

দ্বিতীয়ত আনারসের পাতা থেকে যে আঁশ হয় তা মিহি নয়।  এবং পাটের মত এত দীর্ঘ  হয় না।
তৃতীয়ত কলাগাছ,  থেকে প্রাপ্ত আশেঁর পরিমান স্বল্প ও সময় সাপেক্ষ।
তাছাড়া অন্যান্য আশঁ থেকে যেমন দীর্ঘ তেমনি টেকশই।একটি পাট গাছ থেকে যতটুকু আশঁ পাওয়া যায় অন্যান্য গাছ গুলো থেকে ততটুকু আশঁ সংগ্রহ করা সম্ভব নয়। 
কিছু কিছু ক্ষেত্রে আশঁ সংগ্রহ করাও একটি জটিল কাজ। কিন্তু পাটের আশঁ সংগ্রহ করতে একজন কৃষকের কোন প্রশিক্ষণ ও প্রয়োজন নেই।

এত সম্ভাবনা থাকার পরও পাট চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক।বন্ধ হয়ে গিয়েছে রাষ্ট্রয়াত্ব পাট কল গুলো।

পাটের সোনালী দিন ফিরে আসুক
সেই প্রত্যশা।

তানজিনা বেগম
সিইও 
দূর্বার