মানুষ মাত্রই পরিবর্তনশীল, সে পরিবর্তন হোক তার আচরনভঙ্গির বা মানষিকতার। সে পরিবর্তন হোক তার নৈতিক কিংবা অনৈতিক। তবে মানুষ যে পরিবর্তন হবে এটাই মহান আল্লাহ্ এর লীলা খেলা।


আচ্ছা বলুনতো মানুষ চোর কেনো হয়? অনেকে হহয়তে অনেক ককিছু ভাবছেন ককিন্তু অামি অামার ছোট্ট মনের ধানায় বলছি মানুষ চোর হয় বা অনৈতিক কাজের সাথে জড়িত হয় "পেটের তারনায়"! ঠিক তেমনি কিছু কিছু "বাবা" আছেন যারা তাদের সন্তানদের কাছে মাঝে মাঝে অত্যান্ত অপ্রিয় ব্যাক্তি হয়ে যায় (যেমন চোর সমাজের অন্যান্যদের কাছে অপ্রিয়)। কারণ কি জানেন? কিন্তু অামি জানি, কারণ অামি এক মধ্যবিত্ত পরিবারের সন্তান অার তাই আমি সেই বিষয়টিকে খুব কাছা-কাছি থেকে বুঝতে পেরেছি, আর তার করণ হচ্ছে "অর্থাভাব"।

পৃথিবীর কোনো বাবা-মা চায় না তাদের তাদের থেকে অালাদা হয়ে যাক কিংবা কোনো সন্তানোও চায় না তারা তাদের মা-বাবা হতে অালাদা হয়ে যাক।  অামি সেলুট জানাই সেই সকল বাবাদেরকে যারা তাদের সন্তানদের ছোট ছোট বা বড় বড় কিংবা ছোট-বড় অাশা বা স্বপ্নগুলোকে বাস্তবে রুপ দিতে মরিয়া থাকে কিন্তু অর্থাভাবে পারে না, অার তখনই তাদের সন্তারা তাদেরকে ভুল ভেবে ভুল করে বাবাদেরকে অনেক কিছু বলে ফেলে কিন্তু বাবা তো বাবাই, এই সবকিছু মুখ বুঝে সহ্য করে আর সন্তানদের জন্য মহান অাল্লাহ্ এর কাছে দোয়া প্রার্থনা করে যেনো তার সন্তানটি একটু শান্ত হয়। আর যে বাবা তার সন্তানদের এই চাহিদা পূর্ণ করতে অক্ষম তার জন্য সন্তানের জন্য দোয়া ছাড়া আর কিইবা করার আছে। আর ঠিকই সেই সন্তানটি একদিন না একদিন তার ভুলগুলো বুঝতে পারবে। হয়তো সেদিন সেই বাবারা এই পৃথিবীতে আর থাকবে না কিন্তু থাকবে সন্তানদের প্রতি করা তাদের দোয়া ও কিছু সাদা-কালো স্মৃতি, যা চিরো অম্লা ও অক্ষয়।

এই হচ্ছে আমাদের মধ্যবিত্তদের সুখের সংসার। যেখানে সুখ বলতে টাকার থেকেও অনেক বড় হচ্ছে ভালবাসা।

অার অাপনাদের মাধ্যমে অামি অামার বাবাকে এই মেসেজটি দিতে চাই "বাবা অামি তোমায় অনেক ভালবাসি, অনেক অনেক। হয়তো অফুরন্ত। অামি কোনোদিনই তোমাকে হারাতে চাই না, কোনদিন না।"